বাসস বিদেশ-৪ : গাজায় ১১ দিনের ইসরাইলি বিমান হামলায় মোট ২৫৩ জনের মৃত্যু

91

বাসস বিদেশ-৪
ইসরাইল-বিমানহামলা-প্রাণহানি
গাজায় ১১ দিনের ইসরাইলি বিমান হামলায় মোট ২৫৩ জনের মৃত্যু
গাজা, ২৫ মে, ২০২১ (বাসস ডেস্ক) : গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৫৩ জনে দাঁড়িয়েছে। শুক্রবার উভয় পক্ষের মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি হওয়ায় বর্তমানে সেখানে হামলা বন্ধ রয়েছে। সোমবার হাসপাতাল কর্মকর্তারা এ কথা জানান। খবর সিনহুয়ার।
মৃতের সংখ্যা হালনাগাদ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনে ইসরাইলি বিমান হামলায় ২৫৩ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ৬৬ শিশু ও ৩৯ নারী এবং বয়স্ক ১৭ জন রয়েছে। এছাড়া ইসরাইলি বিমান হামলায় ১৯৪৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশংকাজনক।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি বিমান হামলায় মারাত্মক আহত দুই যুবক মারা গেছে। এতে আরো বলা হয়, চার ফিলিস্তিনি নাগরিকের লাশ ধ্বংসস্তুপের ভিতর থেকে বের করা হয়েছে।
গাজার প্যালেস্টাইন ইসলামিক রেজিস্টান্স মুভমেন্টের (হামাস) নেতৃত্বে বিভিন্ন যোদ্ধা গ্রুপ ও ইসরাইলের মধ্যে শুক্রবার একটি অস্ত্রবিরতি চুক্তি হয়। মিশরের মধ্যস্থতায় এটি করা হয়। আর এর মধ্যদিয়ে উভয় পক্ষের মধ্যে চলা ১১ দিনের পাল্টাপাল্টি হামলার অবসান ঘটে।
বাসস/এমএজেড/১৩৩০/জেহক