বাসস ক্রীড়া-১ : শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

82

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-বাংলাদেশ
শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ঢাকা, ২৫ মে, ২০২১ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডেটি।
একটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে ১৯ বছর বয়সী শরিফুলের। তবে দেশের হয়ে অন্য দুই ফরম্যাটে খেলে ফেলেছেন তিনি। ১ টেস্ট ও ৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন শরিফুল।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসলেও, শ্রীলংকার একাদশ অপরিবর্তিত।
প্রথম ওয়ানডে ৩৩ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ : কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), দানুশকা গুনাতিলকা, পাথুম নিশাংকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, আসেন বান্দারা, ডি সিলভা, ইসুরু উদানা, লক্ষ্মণ সান্দাকান ও দুশমন্থ চামিরা।
বাসস/এএমটি/১২৫৫/-স্বব