বাসস দেশ-১০ : কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে আমির হোসেন আমুর শোক

91

বাসস দেশ-১০
আমু-শোক-সিরাজী
কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে আমির হোসেন আমুর শোক
ঢাকা, ২৫ মে, ২০২১ (বাসস) : বাংলা একাডেমির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি হাবীবুল্লাহ সিরাজী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
আজ এক শোক বার্তায় আমু বলেন, হাবীবুল্লাহ সিরাজী কাব্য সাধনা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অপরিসীম অবদানের জন্য দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
আমির হোসেন আমু মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/এমএসএইচ/১১০০/-আসাচৌ