বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

162

ঢাকা, ২৫ মে, ২০২১ (বাসস) : একুশে পদক প্রাপ্য বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এছাড়া মন্ত্রণলালয়ের সচিব মো. বদরুল আরেফীনও গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী ও সচিব আজ পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা রাখেন কবি হাবীবুল¬াহ সিরাজী। তিনি তাঁর কবিতা ও কর্মে মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীলতাকে তুলে ধরেছেন, যা পাঠকমহলে বেশ সমাদৃত হয়েছে। হাবীবুল¬াহ সিরাজী তাঁর সৃজনশীলতা ও কর্মের মধ্য দিয়ে লেখক ও পাঠকমহলে স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, কবি হাবীবুল¬াহ সিরাজী ২৪ মে সোমবার রাত ১১টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
পদ্য-গদ্য মিলিয়ে হাবীবুল¬াহ সিরাজীর গ্রন্থের সংখ্যা ৫০টির বেশি। লিখেছেন উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিকথাও। কবিতার জন্য তিনি ২০১৬ সালে একুশে পদক এবং ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। এছাড়া যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৭), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯), বিষ্ণু দে পুরস্কার (২০০৭), রূপসী বাংলা পুরস্কার (২০১০), মহাদিগন্ত পুরস্কারসহ (২০১১) বিভিন্ন পুরস্কার অর্জন করেন।