বাসস দেশ-১ : কবি হাবীবুল্লাহ সিরাজী আর নেই

132

বাসস দেশ-১
হাবীবুল্লাহ সিরাজী-ইন্তেকাল
কবি হাবীবুল্লাহ সিরাজী আর নেই
ঢাকা, ২৫ মে, ২০২১ (বাসস) : বিশিষ্ট কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী সোমবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কবি হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, রাজেন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ¯œাতক ডিগ্রী লাভ করেন।
পেশাগত জীবনে প্রকৌশলী হাবীবুল্লাহ সিরাজী সাহিত্যে অবদানের জন্য একুশে পদক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার লাভ করেন।
বাসস/সবি/০৯১০/আরজি