বাসস দেশ-৬৪ : লক্ষ্মীপুরে মৎস্যজীবীদের দু’দিনব্যাপি প্রশিক্ষণ শুরু

120

বাসস দেশ-৬৪
লক্ষ্মীপুর-প্রশিক্ষণ
লক্ষ্মীপুরে মৎস্যজীবীদের দু’দিনব্যাপি প্রশিক্ষণ শুরু
লক্ষ্মীপুর, ২৪ মে, ২০২১ (বাসস) : জেলায় আজ উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা বিষয়ক দু’দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ সোমবার থেকে জেলা সদরে এ কর্মশালা শুরু হয়।
‘সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের সহযোগিতায় মৎস্য অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
সোমবার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদের অর্থনেতিক গুরুত্ব, মৎস্য সম্পদ আহরণ বন্ধ মৌসুমের গুরুত্ব ও করণীয়, আহরিত মাছের তথ্য সংগ্রহ, গুণাগুণ রক্ষা ও মানোন্নয়নে করণীয়, মৎস্য আহরণকালে মৎস্যজীবীদের জীবনের নিরাপত্তায় করণীয়সহ বিভিন্ন বিষয়ের উপর ধারণা প্রদান করা হয়।
দু’দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন মৎস্যজীবী অংশগ্রহণ করছেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২২১৫/এমকে