বাসস দেশ-৫৮ : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় সাতক্ষীরায় প্রস্তুতি গ্রহণ

124

বাসস দেশ-৫৮
সাতক্ষীরা-প্রস্তুতি
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় সাতক্ষীরায় প্রস্তুতি গ্রহণ
সাতক্ষীরা, ২৪ মে ২০২১ (বাসস) : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় উপকূলীয় জেলা সাতক্ষীরায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, জেলার ৭ টি উপজেলায় ১৪৫ টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও দেড়হাজার শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ১৮৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রাখা হয়েছে। একইসাথে দুইকোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ সহায়তার জন্য রাখা হয়েছে।
তিনি জানান, পর্যাপ্ত পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওয়াটার ট্যাংকি প্রস্তুত রয়েছে। শ্যামনগর ও আশাশুনি উপজেলায় চারহাজার ৮৮০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পরিস্থিতি মোকাবেলায় পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্বাস্থ্য বিভাগের কর্মিরা প্রস্তুত আছেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২১২৫/এমকে