বাসস বিদেশ-৭ : মিয়ানমারের পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ে পুলিশ ও সেনা নিহত

133

বাসস বিদেশ-৭
মিয়ানমার-রাজনীতি
মিয়ানমারের পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ে পুলিশ ও সেনা নিহত
ইয়াঙ্গুন, ২৪ মে, ২০২১ (বাসস ডেস্ক) : মিয়ানমারের পূর্বাঞ্চলে তীব্র লড়াইয়ে রোববার নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য নিহত হয়েছে। বিদ্রোহী যোদ্ধারা একথা জানায়। খবর এএফপি’র।
সেনাবাহিনী অভ্যুত্থান ঘটানোর পর গত ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই দেশটি বিশৃঙ্খলায় ডুবে রয়েছে।
ফলে, সহিংসতায় দেশটিতে কমপক্ষে ৮১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে সহিংসতার প্রেক্ষিতে দেশে জান্তা বিরোধী আন্দোলন গড়ে উঠেছে। বেসামরিক নাগরিকদের সমন্বয়ে গঠিত হয়েছে “পিপলস ডিফেন্স ফোর্স” (পিডিএফ)। তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য থিট ওয়াই (তার আসল নাম নয়) বলেন, রোববার লড়াইয়ে কমপক্ষে ২০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। তারা রাজধানী ন্যায়পিয়েপিদোর পূর্বে শান রাজ্যের মোবিয়েল শহরের একটি পুলিশ স্টেশন দখল করেছে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, থানাটি পুড়িয়ে ফেলা হয়েছে। বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে তাদের হেফাজতে নিয়ে গেছে।
বাসস/অনু- জেজেড/২১২৫/-শআ