বাসস দেশ-৫৭ : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় মনিটরিং সেল গঠন করেছে আওয়ামী লীগ

125

বাসস দেশ-৫৭
আওয়ামী লীগ-মনিটরিং সেল
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় মনিটরিং সেল গঠন করেছে আওয়ামী লীগ
ঢাকা, ২৪ মে, ২০২১ (বাসস) : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ইয়াস এর গতিবিধি সার্বক্ষণিক মনিটরিং করে এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে।
সংশ্লিষ্ঠ সকলকে এ বিষয়ে ডা. হেদায়েতুল ইসলাম বাদল (০১৬১৭০০০০১৭), আখলাকুর রহমান মাইনু (০১৯১১৩৯৪৩১৪), ড. মোয়াজ্জেম হোসেন মাতব্বুর আমিনুল (০১৭১১৮২৬৫৩১), হারুন অর রশীদ (০১৭১১৫৮২৪৭৫), মাহবুব রশীদ (০১৭১১০০৫৭১৭), মিজানুর রহমান (০১৭১৬৫৮০৮৯৬), আব্দুল বারেক (০১৭১১২৮১৮৯২), বেলাল মোহাম্মদ নুরী (০১৮১৯৯৪০২৮৩), আমিনুর রশীদ লিটন (০১৮২৭১৭৪৫৫৮), অরিন্দ হালদার (০১৭৭৯২৪৭৬৪৪), গোপাল সরকার (০১৭১৫৮১৪৪৯৪, আব্দুল্লাহ আল মাসুম ০১৬৭০৬৬০৭৭০) ও খালিদ হোসাইন খান বিপু (০১৯১৫২২৬৩২৮) এর সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
বাসস/সবি/বিকেডি/২১২৫/-শআ