বাসস দেশ-৫৪ : রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ ও উন্নয়ন কার্যক্রম উদ্বোধন

121

বাসস দেশ-৫৪
রাঙ্গামাটি-বিতরণ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ ও উন্নয়ন কার্যক্রম উদ্বোধন
রাঙ্গামাটি, ২৪ মে, ২০২১ (বাসস) : জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ সরকারী বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধনসহ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন সামগ্রি বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী এসব সহায়তা বিতরণ ও সরকারী উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।
এদিন বাঘাইছড়িতে কাচালং দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন, কালীমন্দির ভবন, বাঘাইছড়ি মূখ ধর্মান্কুর বৌদ্ধবিহার ভবন, বাঘাইছড়ি সমাজকল্যান পাঠাগার ভবন ও ওয়াইফাই নেটওয়ার্কের শুভ উদ্বোধন করা হয়।
এছাড়াও প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ১৫০ জন হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রি, ৬৫জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন, ১৩জন কৃষকের মাঝে পাওয়ার টিলার ও পাম্প মেশিন এবং দুর্যোগ মোকাবেলায় ১৪ টি তাবু বিতরণ করা হয়েছে।
এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো. কামালউদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৪৫/এমকে