বাসস দেশ-৪৩ : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় যশোর জেলা প্রশাসনের প্রস্তুতি

98

বাসস দেশ-৪৩
যশোর-প্রস্তুতি
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় যশোর জেলা প্রশাসনের প্রস্তুতি
যশোর, ২৪ মে ২০২১ (বাসস) : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে যশোর জেলা প্রশাসন। জেলার আট উপজেলার স্কুল-কলেজ ও মাদরাসাগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে জেলা ও উপজেলা ভিত্তিক কমিটি। সেইসাথে দুর্যোগ- পরবর্তি প্রস্তুতি হিসেবে ত্রাণ সামগ্রী, শুকনা খাবার, জরুরি ওষুধ মজুদের পাশাপাশি বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে।
জেলা ত্রাণ ও পুর্নবাসন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এনডিসি একেএম মামুনর রশিদ জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোবাবেলায় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ৫৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া উপজেলাভিত্তিক কমিটিগুলো প্রস্তুত করা হচ্ছে। দুর্যোগ-পরবর্তি সহায়তার জন্য ত্রাণ সামগ্রী, ওষুধ, খাবার স্যালাইন মজুদ করা হয়েছে। গঠন করা হয়েছে মেডিকেল টিম। এছাড়া ঘুর্ণিঝড়ের পর বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত সচল করতে বিদ্যুৎ বিভাগের কর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিট। সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন জানান, এবার ইয়াস মোকাবেলায় আগেভাগেই প্রস্তুতি নেয়া হয়েছে। যেকোন প্রয়োজনে রেড ক্রিসেন্টের কর্মীরা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করবেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯০৫/এমকে