বাসস দেশ-৩৭ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে ঢাবি’র কর্মসূচি

78

বাসস দেশ-৩৭
ঢাবি-নজরুল- জন্মবার্ষিকী-কর্মসূচি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে ঢাবি’র কর্মসূচি
ঢাকা, ২৪ মে, ২০২১ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
চলমান করোনা ভাইরাস মহামারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বছর কবির জন্মবার্ষিকী উপলক্ষে সীমিত কর্মসূচি গ্রহণ করেছে ।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এসব কর্মসূচি পালিত হবে বলে আজ ঢাকা বিশ^বিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ।
কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সকাল সাড়ে ৭ টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।
বাসস/সবি/এসএস/১৮১০/-এমএন