বাসস দেশ-৩৬ : দিনাজপুরের বিরামপুরে ২০কিলোমিটার সড়ক পাকা করার কাজ শুরু

94

বাসস দেশ-৩৬
দিনাজপুর-সড়ক
দিনাজপুরের বিরামপুরে ২০কিলোমিটার সড়ক পাকা করার কাজ শুরু
দিনাজপুর, ২৪ মে ২০২১ (বাসস) : জেলায় আজ বিরামপুর উপজেলার কাটলাবাজার থেকে আয়ড়া মোড় হয়ে চাপড়াবাজার এবং বেপারীটোলা থেকে দলারদরগা পর্যন্ত ২০কিলোমিটার কাঁচাসড়ক পাকাকরণের কাজ শুরু হয়েছে।
সাড়ে ছয়কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ নির্মাণকাজ বাস্তবায়ন করছে।
আজ সোমবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ দু’টি সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
দিনাজপুর এলজিইডির সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান, জেলার বিরামপুর উপজেলার কাটলাবাজার থেকে আয়ড়া মোড় হয়ে চাপড়া বাজার পর্যন্ত ১২ কিলোমিটার কাঁচাসড়ক এবং একই উপজেলার বেপারীটোলা বাজার থেকে দলারদরগা পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের নির্মান ব্যয় নির্ধারন করা হয়েছে সাড়ে ছয়কোটি টাকা। ২টি প্যাকেজে দু’জন ঠিকাদারকে গত এপ্রিল মাসে দরপত্রের মাধ্যমে কার্যাদেশ প্রদান করা হয়।
তিনি জানান, এ দু’টি সড়কে ১০টি ব্রীজ-কাম-কালভার্ট নির্মান করা হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্মান কাজ সম্পন্ন করতে ঠিকাদারদের সিডিউলে নির্দেশনা দেয়া হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮০৫/এমকে