আইপিএল স্থগিত হওয়ায় ভারতের সুবিধা হয়েছে : টেইলর

181

লন্ডন, ২৪ মে, ২০২১ (বাসস) : ক্রিকেটার ও স্টাফরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়, বাধ্য হয়ে গত ৪ মে টুর্নামেন্টের মাঝপথেই স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসর। যা শেষ হবার কথা ছিলো ৩০ মে। তবে আইপিএল আগেভাগে স্থগিত হওয়ায় ভারত ক্রিকেট দলের জন্য সুবিধা হয়েছে বলে মনে করেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর।
টেইলর জানান, আইপিএল স্থগিত হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আগে হাতে অনেক সময় পেল ভারত। এতে ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সুবিধাই হবে তাদের।
আগামী ১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ঐ ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ২ জুন থেকে শুরু হবে টেস্ট সিরিজটি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পরপরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হবে নিউজিল্যান্ডকে। এ নিয়ে টেইলর বলেন, ‘দুই ম্যাচের টেস্ট সিরিজের পরই ফাইনালের মত ম্যাচ খেলতে হবে আমাদের। আমাদের জন্য বিষয়টি খুবই ভালো। ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার দারুন সুযোগ হয়েছে। তাই ফাইনালের আগে আগে দু’টো টেস্ট খেললে সেই অভিজ্ঞতা কাজে লাগবে।’
নিউজিল্যান্ডের মত ভারতের সুবিধাও দেখছেন টেইলর। তিনি বলেন, ‘আইপিএল স্থগিত হয়ে যাওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক, কিন্তু এটা ভারতকেই সাহায্য করছে বেশি। আইপিএল শেষ পর্যন্ত হলে তাদের হাতে কম সময় থাকত। কিন্তু এখন নিজেদের প্রস্তুত করতে অনেক সময় পাবে তারা। খেলোয়াড়রা বেশ তরতাজা হয়ে ফাইনাল খেলতে নামবে।’