গিনি বিসাউয়ে লরি দুর্ঘটনায় ১৪ জন নিহত

203

বিসাউ, ২৪ মে, ২০২১ (বাসস ডেস্ক) : গিনি বিসাউয়ের দক্ষিণাঞ্চলে রোববার এক লরি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। লরিটি দ্রুত গতিতে গ্রামের ঘরবাড়িতে ঢুকে পড়ায় এসব মানুষ প্রাণ হারায়। পশ্চিম আফ্রিকার এ দেশের এক পুলিশ কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
ওই পুলিশ কর্মকর্তা জানান, রাজধানী বিসাউয়ের ১৮০ কিলোমিটার দক্ষিণে চালক দ্রুত গতিতে মোড় নেয়ার সময় সে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ক্যাম্বাসি নামের একটি ছোট গ্রামে ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ট্রাকটি রোববার ভোরে সেখানের বিভিন্ন ঘরবাড়িতে দ্রুত গতিতে ধাক্কা দিলে ১৩ জন প্রাণ হারায়। এ দুর্ঘটনায় চালকও নিহত হয়েছে।
বিসাউয়ের এক হাসপাতাল কর্মী এএফপি’কে নিহতের সংখ্যার খবর নিশ্চিত করেছে।
দারিদ্য্রপীড়িত সাবেক পর্তুগীজ কলোনি গিনি বিসাউয়ের জনসংখ্যা প্রায় ২০ লাখ। দেশটির সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেক দুূর্বল হওয়ায় পশ্চিম আফ্রিকার এ দেশে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে।