বাসস দেশ-৭ : জয়পুরহাটের বিভিন্ন এলাকার গাছে ফুটেছে দৃষ্টিনন্দন জারুল ফুল

127

বাসস দেশ-৭
জারুল ফুল
জয়পুরহাটের বিভিন্ন এলাকার গাছে ফুটেছে দৃষ্টিনন্দন জারুল ফুল
জয়পুরহাট, ২৪ মে, ২০২১ (বাসস) : বেগুণী রঙের উদ্ভাস নিয়ে এ গ্রীষ্মে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় গাছে গাছে ফুটেছে দৃষ্টিনন্দন জারুল ফুল। জারুল নিম্ন ভূমির মাঝারি আকৃতির পাতাঝরা বৃক্ষ।
জয়পুরহাট জেলা শহরের বিভিন্ন এলাকায় ফোটা জারুল ফুলের দিকে এখন সকলের দৃষ্টি। জারুল গাছের অগ্রভাগে বিশাল মঞ্জরিতে উজ্জল বেগুণী বর্ণ ধারন করা জারুল ফুলের উচ্ছলতা দেখতে বেশ দৃষ্টিনন্দন। ঘন সবুজ পাতার পটভূমিতে উৎক্ষিপ্ত পুষ্পচ্ছটা সৌন্দর্যেও অনন্য। জারুলের বৈজ্ঞানিক নাম Lagerstroemia speciosa. এটি Lythracese পরিবারের উদ্ভিদ। জারুলের কান্ড নাতিদীর্ঘ , মসৃণ, স্নান ধূষর এবং শীর্ষদেশ অজস্র শাখায় ছত্রাকৃতির। খসে পড়া বাকলের আঁকা বাঁকা চিহ্নে চিত্রিত। দেখতে অনেকটা পেয়ারার কান্ডের মতো। পাতা লম্বা, চওড়া এবং গাড় সবুজ। বর্ষা শেষে জারুলের বয়স্ক পাতা লাল হয়ে যায়। শীতকালে পাতা ঝরে পড়ে। নিরাভরণ শাখা বসন্তের শেষে আবার কচিপাতা উজ্জল সবুজে ভরে ওঠে এবং তার পরেই আসে ফুল ফোটার সময়। বেগুণী রঙ ধারন করা ফুলের পাপড়ি গুলো এক ইঞ্চি লম্বা, কোমল। পুংকেশর অসংখ্য ও হলুদ রঙের। ফুলের কেন্দ্রে বহু খাটো পুংকেশর পরস্পরের সঙ্গে জড়িয়ে থাকে। ফল ডিম্বাকৃতির ও বৃতিযুক্ত। বীজ পক্ষল ও সহজে অংকুরিত হয়ে থাকে। লালচে রংয়ের জারুল কাঠ দৃড়, আদ্রতা সহিষ্ণু ও দীর্ঘস্থায়ী। ঘরের বর্গা, নৌকা, গরুর গাড়ি, চাষের যন্ত্রপাতিসহ সাধারণ আসবাবপত্র ও এই জারুল কাঠ দিয়ে বানানো যায়। জারুলের ভেসজগুণও রয়েছে। এর শিকর বিবেচক , উত্তেজক ও জ্বররোধী । ঘুম আসার ক্ষেত্রে বীজ খুব উপকারী বলে জানান, জেলা আধুনিক হাসপাতালের ভেসজ চিকিৎসক ডা: মিজানুর রহমান।
বাসস/এনডি/সংবাদদাতা/১২৩৫/নূসী