অধ্যাপক জিল্লুর রহমান খানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

209

ঢাকা, ২৪ মে, ২০২১ (বাসস) : যুক্তরাষ্ট্র প্রবাসী রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. জিল্লুুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
আজ এক শোক বার্তায় ড. মোমেন বলেন, ড. জিল্লুর রহমান খানের সাথে আমার ঘনিষ্ঠতা গড়ে উঠে লেখালেখির মাধ্যমে এবং বহুবিধ প্রফেশন্যাল সম্মেলনে। যদিও অনেক সময় আমাদের বিশ্লেষণে ভিন্নতা থাকতো, তবে তিনি সব সময় ছিলেন গুণগ্রাহী ও অমায়িক।
তিনি বলেন, জিল্লুর রহমান ছিলেন সত্যিকারভাবেই একজন স্বার্থক শিক্ষাবিধ। তিনি অত্যন্ত সুনামের সাথে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। তার বড়ভাই বিশ্ববিখ্যাত স্থপতি ফজলুর রহমান বাঙালির এক অন্যন্য গর্ব, যিনি তৎকালীন আমেরিকার সব চেয়ে উঁচু সিয়ার্স টাউওয়ার তৈরিতে অমরত্ব লাভ করেন। ড. জিল্লুুর রহমান খানের মৃত্যুতে আমরা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানীকে হারালাম।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।