বাসস দেশ-৪৩ : বান্দরবানের থানচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

129

বাসস দেশ-৪৩
বান্দরবান-চেক বিতরণ
বান্দরবানের থানচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
বান্দরবান, ২৩ মে ২০২১ (বাসস) : জেলার থানচি উপজেলায় আজ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও উপজেলা পরিষদের যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংপ্রু ¤্রাে প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল দুপুরে থানচি উপজেলা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে লাংরই হেডম্যানপাড়ায় অগ্নিকান্ডে ১৫টি ঘর পুড়ে যায়।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৩৫/এমকে