বাসস বিদেশ-৭ : আসামে নিরাপত্তা কর্মী ও জঙ্গি লড়াইয়ে ৮ জঙ্গি নিহত

135

বাসস বিদেশ-৭
আসাম-সংঘর্ষ-নিহত
আসামে নিরাপত্তা কর্মী ও জঙ্গি লড়াইয়ে ৮ জঙ্গি নিহত
দিফু, ২৩ মে, ২০২১ (বাসস ডেস্ক): আসামের নাগাল্যান্ড সীমান্ত সংলগ্ন পশ্চিম কার্বি অ্যাংলং জেলায় রোববার নিরাপত্তা বাহিনীর সাথে এক সংঘর্ষে নিষিদ্ধ জঙ্গি দল ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-এর আট জঙ্গি সদস্য নিহত হয়েছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা একথা জানান। খবর পিটিআই-এর।
এর আগে, দু’জনের লাশ উদ্ধার না হওয়ায় তিনি গুলি বিনিময়ে ছয়জন মারা গেছেন বলে দাবি করেন।
পশ্চিম কারবি অ্যাংলংয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) প্রকাশ সোনোওয়ালের নেতৃত্বে পুলিশ ও আসাম রাইফেলস এর একটি দল জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
ওই কর্মকর্তা জানান, মিশিগাইলং এলাকায় নিরাপত্তা কর্মী ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময়ে নিষিদ্ধ সংগঠনের আট সদস্যকে গুলি করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ছয়টি মরদেহ উদ্ধার করা হয় ও এদের দু’জনের নাম পর দিন আন্তঃসীমান্তের প্রত্যন্ত অঞ্চলে অভিযান চলাকালে পাওয়া যায়। এই দু’জনকে দলটির শীর্ষস্থানীয় নেতাদের কেউ বলে সন্দেহ করা হচ্ছে।
নিহত জঙ্গিদের কাছ থেকে চারটি একে-৪ রাইফেল ও কয়েক রাউন্ড গোলাবারুদ পাওয়া গেছে বলে ওই উর্ধ্বতন কর্মকর্তা উল্লেখ করেছেন।
তিনি আরো জানান, দৌজিপাং এলাকায় একজন পুরোহিত নিহত হওয়ার পর গত সপ্তাহ থেকে জেলায় তল্লাশি অভিযান চলছিল।
বাসস/ অনু-জেজেড/২০২০/আরজি