বাসস ক্রীড়া-১৬ : বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ নিয়ে কোন সন্দেহ নেই

130

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-পাপন-জৈব সুরক্ষা
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ নিয়ে কোন সন্দেহ নেই
ঢাকা, ২৩ মে, ২০২১ (বাসস): বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার চলমান ওয়ান্ডে সিরিজটি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে। জৈব সুরক্ষা বলয়ে বেশ ভাল আছেন সফরকারীরা। লংকান শিবিরে তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় এই সিরিজ আয়োজন নিয়ে সন্দেহ দানা বেঁধেছিল। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় এদের দুইজন -বোলিং কোচ চামিন্দা ভাস ও অল রাউন্ডার ইসুরু উদানার ফল নেগেটিভ আসে। তবে সফরকারী দলের বাকী সদস্য সিরান ফার্নান্দোর রিপোর্ট আগের মতোই পজিটিভ আসে।
এতে পরিকল্পনা অনুযায়ী মাঠে গড়ায় সিরিজের প্রথম ওয়ানডে। উদানা মূল একাদশেই থেকে যায় আর আইসোলেশনে পাঠানো হয় ফার্নান্দোকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ফার্নান্দো কয়েকদিন আগে করোনা থেকে ফিরেছেন। ফের তার করোনা পরীক্ষা করানো হবে এবং দ্রুত ফল পাওয়া যাবে। তিনি আজ মিরপুরে বলেন,‘ কোন কোন ক্ষেত্রে মানুষের দেহে করোনা শনাক্ত হবার ২৮ দিন পরও ফল পজিটিভ আসে। ফার্নান্দো এখনো ২৮ দিন পার করেননি। যারা তার সান্নিধ্যে আসবে তাদেরও পজিটিভ রিপোর্ট আসতে পারে। এই কারনেই তার তৃতীয় দফা পরীক্ষা করানো হচ্ছে।’
আমি যতটুকু জানি, জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে করোনা পজিটিভের ঘটনা খুব কম। কারণ দুইবার নেগেটিভ হবার পরেই তিনি সুরক্ষ বলয়ে প্রবেশ করেছেন। পিসিআর টেস্টে মাঝে মধ্যে এরকম কিছু ভুল রিপোর্ট আসতে পারে।’
আইসিসির গাইডলাইনে বলা আছে, দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে কেউ যদি সুরক্ষার মধ্যে পজিটিভ হয় তখন আমাদের কি করতে হবে। সুতরাং সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।’
শ্রীলংকান দলের ম্যানেজার মানজুয়া কারিয়াপ্পেরুমা বলেছেন, বিসিবির দেয়া সুযোগ সুবিধায় তারা বেশ খুশি। তিনি বলেন,‘ যে সুযোগ সুবিধা আমাদের দেয়া হয়েছে তা যথেষ্ঠ। আমাদেরকে যে রকম সুযোগ সুবিধা দেয়ার কথা বলা হয়েছিল তার কোন রকম ব্যত্যয় ঘটেনি। আমি ভাল একটি সিরিজ দেখার আশায় আছি। আমাদের ভাল সুযোগ সুবিধা বিধানের জন্য প্রয়োজনীয় সব রকম প্রচেস্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আমাদের দুইজন খেলোয়াড় ও একজন সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু দ্বিতীয় টেস্টে তাদের মধ্যে দুই জনের ফল নেগেটিভ আসে। সুতরাং এমনটি ঘটতেই পারে। জানি মাঝে মধ্যে এরকম ভুল রিপোর্ট আসে।’
তিনি আরো বলেন, ‘দুই বোর্ডের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। কোন কিছু ঘটলে তারা ঐক্যবদ্ধভাবে এর সমাধান খুঁজে বের করবে। আমার মনে হয় দুই বোর্ডের মধ্যে চমৎকার বুঝাপড়া রয়েছে। ’
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ২৫ ও ২৮ মে।
বাসস/এমএইচসি/২০৩০/-স্বব