বাসস দেশ-৩৯ : রাজধানীর মোহাম্মদপুরে ১১ জন কিশোর অপরাধী গ্রেফতার

146

বাসস দেশ-৩৯
র‌্যাব-আটক
রাজধানীর মোহাম্মদপুরে ১১ জন কিশোর অপরাধী গ্রেফতার
ঢাকা, ২৩ মে, ২০২১ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘পাটালী গ্রুপ’ এবং ‘অ্যালেক্স ইমন গ্রুপ’ এর ১১ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
তাদের নিকট থেকে ৩টি লম্বা ছুরি, ২ টি চাকু, ২টি ছুরি, ৪ টি ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়।
এদের মধ্যে কিশোর গ্যাং পাটালী গ্রুপের ৩ জন ও অ্যালেক্স ইমন গ্রুপের ৮ জন সদস্য রয়েছে।
আটকরা হচ্ছে, মো. শরিফুল ইসলাম ওরফে পিয়াল (২২), মো. আলী হোসেন (১৯), মো. চাঁন মিয়া (১৯), মো. রাব্বি ইসলাম ওরফে আকাশ (১৬), মো. রনি খান (১৪), মো. আরিফ হোসেন ওরফে রিফাত (১৪), মো. আবির (১৩), মো. রনি (১৬), মো. সাগর (১৫), মো. রায়হান (১৬) ও মো. রবিউল ইসলাম (১৫)।
র‌্যাব -২ এর এএসপি (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন আজ রোববার বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে শনিবার দিবাগত রাত পৌনে ৮ টা থেকে রাত সোয়া ১০ টার পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ রোডস্থ শহীদ বুদ্ধিজীবি কবরস্থান ২নং গেটের সামনে এবং বেড়িবাঁধ রোডস্থ আজিজ খান রোডে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত কিশোর অপরাধীরা বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানেও একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপ ও দ্রব্যসামগ্রীর ব্যাগ প্রভৃতি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত।
আবদুল্লাহ আল মামুন আরও জানান, তারা ছিনতাই ছাড়াও মাদক সেবন, মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯৪০/কেকে