বাসস দেশ-২০ : নদ-নদীর পানি সমতল বাড়ছে; কোথাও কমছে

64

বাসস দেশ-২০
নদ-নদী-পরিস্থিতি
নদ-নদীর পানি সমতল বাড়ছে; কোথাও কমছে
ঢাকা, ২৩ মে, ২০২১ (বাসস) : দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৫০ টির, হ্রাস পেয়েছে ৩১ টির।
এরমধ্যে অপরিবর্তিত রয়েছে ৫ টির, গেজ পাঠ পাওয়া যায়নি ১৫ টির এবং তথ্য পাওয়া যায়নি ১৫ টির।
এদিকে গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ব্রক্ষ্মপুত্র নদের পানি সমতল কমছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি সমতল কমছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বাসস/সবি/এসএস/১৬৫০/এএএ