বাসস ক্রীড়া-৬ : শ্রীলংকা ক্যাম্পে কোভিড আতঙ্কের পর শুরু প্রথম ওয়ানডে

89

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-কোভিড-শ্রীলংকা
শ্রীলংকা ক্যাম্পে কোভিড আতঙ্কের পর শুরু প্রথম ওয়ানডে
ঢাকা, ২৩ মে ২০২১ (বাসস) : সফরকারী দলের ক্যাম্পে কোভিড-১৯ আতঙ্কের পর আজ যথাসময়ে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার প্রথম ওয়ানডে শুরু হয়েছে।
প্রথম করোনা পরীক্ষায় লংকান দলের তিন সদস্য- পেস বোলিং কোচ চামিন্দা ভাস, অলরাউন্ডার ইসুরু উদানা এবং শিরান ফার্নান্দোর করোনা পজিটিভ আসে। তবে রোববার দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ আসে ভাস ও উদানার।
দু’বার করোনা পরীক্ষা পজিটিভ আসে ফার্নান্দোর। তবে গত কয়েক মাস ধরে কোভিড-১৯ চলমান থাকায় এমনটা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তাই এই পজিটিভকে দলের একজন চিকিৎসক ‘সাধারণ’ বলে বর্ণনা করেছেন।
প্রথম করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় দল থেকে বাদ পড়েন উদানা। প্রথম পরীক্ষায় উদানা ও ভাসের পজিটিভ রিপোর্ট মিথ্যা ছিল।
প্রথম ওয়ানডের জন্য দু’দলের খেলোয়াড়-স্টাফদের করোনা পরীক্ষার পর খবরটি ছড়িয়ে পড়ে। এই বাধ্যতামূলক পরীক্ষায় কোনও বাংলাদেশি সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসেনি।
তিন শ্রীলংকান করোনা পজিটিভ হওয়ায়, সিরিজ নিয়ে শঙ্কা তৈরী হয়। তবে ম্যাচটি পরিকল্পনা মতো হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া ও যোগাযোগ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
আজ তিনি বলেন, ‘দ্বিতীয় পরীক্ষায়, শুধুমাত্র ফার্নান্দোর করোনা পজিটিভ আসে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে ম্যাচ ও সিরিজ কোন সন্দেহ নেই।’
বাসস/এএমটি/১৫০০/স্বব