বাসস ক্রীড়া-৫ : বার্সেলোনা থেকে রক্ষা করার জন্য এ্যাথলেটিকোর প্রতি কৃতজ্ঞতা জানালেন সুয়ারেজ

119

বাসস ক্রীড়া-৫
ফুটবল-সুয়ারেজ
বার্সেলোনা থেকে রক্ষা করার জন্য এ্যাথলেটিকোর প্রতি কৃতজ্ঞতা জানালেন সুয়ারেজ
মাদ্রিদ, ২৩ মে ২০২১ (বাসস) : শনিবার লুইস সুয়ারেজের গোলে ২০২০-২১ মৌসুমের লা লিগা শিরোপা নিশ্চিত হয়েছে এ্যাথলেটিকো মাদ্রিদের । কাল মৌসুমের শেষ ম্যাচে শেষ বাঁশি বাজার সাথে সাথে কান্নায় ভেঙ্গে পড়েন উরুগুইয়ান এই তারকা স্ট্রাইকার। ম্যাচ শেষে তিনি এ্যাথলেটিকো মাদ্রিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আগস্টে বার্সেলোনা থেকে এ্যাথলেটিকোতে যোগ দিয়েছিলেন সুয়ারেজ। ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ স্ট্রাইকার কাল ভায়াদোলিদের সাথে ২-১ গোলের জয়ের পরে স্থানীয় সম্প্রচার কেন্দ্র মুভিস্টারকে বলেছেন, ‘আমার জন্য দরজা খুলে দেবার জন্য এ্যাথলেটিকোকে ধন্যবাদ। আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছি। বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি মৌসুম শুরু করেছিলাম। বার্সেলোনায় আমাকে অবহেলা করা হয়েছে। ঠিক সেই সময় এ্যাথলেটিকো আমার জন্য তাদের দরজা খুলে দিয়েছে। তারা আমাকে নিজেকে প্রমানের সুযোগ করে দিয়েছে। আমার উপর আস্থা রাখার জন্য এই ক্লাবের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আমার সাথে অনেকেই সে সময় বেশ কঠিন সময় পার করেছে। আমার স্ত্রী, সন্তানসহ পুরো পরিবার প্রতিদিনই বাজে সময়ের মধ্য দিয়ে জীবন পার করেছে। জীবনের অনেকটা সময় ফুটবলের মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছি। কিন্তু আমি বিশ্বাস করি এই বছরই এ্যাথলেটিকো আমাকে সবচেয়ে বেশী এগিয়ে নিয়ে গেছে। এই শিরোপাই প্রমান করে কত বড় ক্লাব এটি। আমরা প্রমান করেছি লা লিগায় আমরাই সবচেয়ে ধারাবাহিক দল।’
এর আগেও বার্সেলোনার হয়ে চারটি লা লিগা শিরোপা জয় করেছেন সুয়ারেজ।
বাসস/নীহা/১৪৪৭/স্বব