হেফাজত আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ৪ দিনের রিমান্ডে

119

চট্টগ্রাম, ২২ মে ২০২১ (বাসস) : হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চট্টগ্রামের আদালত।
শনিবার ২২ মে বিকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আফরাজুল হক টুটুল বলেন, হাটহাজারীতে হেফাজতে ইসলামের তা-বের মামলায় আদালতে ইনামুল হাসান ফারুকীর দশ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে শুক্রবার গভীররাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গেপ্তার করে র‌্যাব। শনিবার র‌্যাব হাটহাজারী থানায় হস্তান্তর করার পর পুলিশ আদালতে সোপর্দ করে তার দশদিনের রিমান্ড আবেদন করেন।
র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জানান, হেফাজত আমির জুনায়েদ বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন গ্রেপ্তার ইনামুল হাসান ফারুকীই। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন এবং আমিরের ব্যক্তিগত সহকারির দায়িত্ব পালন করতেন।
তিনি বলেন, ইনামুল হাসান ফারুকীর বিরুদ্ধে হেফাজতের প্রয়াত আমির আহমদ শফী হত্যাসহ একাধিক মামলা রয়েছে।