কাফ ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন হালেপ

217

প্যারিস, ২২ মে ২০২১ (বাসস) : কাফ ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় আসন্ন ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সিমোনা হালেপ। ২০১৮ ফ্রেঞ্চ ওপেন বিজয়ী ও বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন হালেপ বলেছেন, ‘দূর্ভাগ্যবশতঃ আমার বাম পায়ের কাফ পেশীর ইনজুরি থেকে সেড়ে উঠতে আরো কিছুটা সময় লাগবে।’
গত ১২ মে রোম ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হালেপ ইনজুরিতে পড়েন। যে কারনে আগামী ৩০ মে শুরু হওয়া রোলা গ্যাঁরোতে তার আর খেলা হচ্ছেনা। হালেপ বলেন, ‘গ্র্যান্ড স্ল্যাম থেকে নাম প্রত্যাগার করে নেয়া একজন টেনিস খেলোয়াড়ের জন্য সবচেয়ে বড় হতাশার। কিন্তু এই মুহূর্তে এছাড়া আমার আর কোন উপায় নাই। প্যারিসে এ বছর খেলতে না পারার কথা আমি চিন্তাই করতে পারিনি। এখন আমার মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব নিজেকে ফিট করে তোলা ও পুনরায় কোর্টে ফিরে আসা। আশা করছি ২০২২ সালে আবারো রোলা গ্যাঁরোতে ফিরতে পারবো।’