বাসস ক্রীড়া-১১ : বিশ্বকাপ মাথায় রেখে তরুণদের উন্নতিতে জোড় দিচ্ছে বাংলাদেশ

104

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-ডোমিঙ্গো
বিশ্বকাপ মাথায় রেখে তরুণদের উন্নতিতে জোড় দিচ্ছে বাংলাদেশ
ঢাকা, ২২ মে, ২০২১ (বাসস) : ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে, শ্রীলংকাসহ অন্যান্য ওয়ানডে সিরিজে তরুণদের তৈরি করে তুলতে কাজ করছে বাংলাদেশ দল। কারণ দু’তিন বছরের মধ্যে দলে থাকবেন না সিনিয়ররা।
বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের ব্যাপারে কোন ছাড় দিবেন না তার দল। কারন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সরাসরি খেলার জন্য যোগ্যতা অর্জনের জন্য তা খুব বেশি গুরুত্বপূর্ণ।
টাইগাররা এই সিরিজ থেকে যথাসম্ভব পয়েন্ট সংগ্রহের দিকে জোড় দিয়েছে। কারন বিদেশের মাটিতে হওয়া সিরিজ থেকে খুব বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারে না তারা।
তবে সিরিজ জয় করা গুরুত্বপূর্ণ। ডোমিংগো বলছেন, দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা বিবেচনা করে দলে তরুণদের ফিট করাও অত্যন্ত জরুরি।
শ্রীলংকার বিপক্ষে সিরিজে লিটন দাস এবং সৌম্য সরকারের কাছ থেকে ধারাবাহিকতা দেখতে চান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে তাদের দায়িত্ব নেয়ার মনমানসিকতা তৈরিতে পদক্ষেপ নিতে বলেছেন তিনি।
ডোমিঙ্গো বলেন, ‘মুশফিক-রিয়াাদ-তামিম ও সাকিবের মত অভিজ্ঞ খেলোয়াড় আমাদের দলে রয়েছে। তবে সর্বদা তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয়া জরুরী। সিনিয়রা চিরকাল দলে থাকবে না। আশা করি, আফিফের মতো খেলোয়াড় এই সিরিজে প্রভাব ফেলতে পারবে।’
সুুপার লিগে দু’সিরিজে অংশ নিয়ে ৩০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার পর, নিউজিল্যান্ডের মাটিতে একই ব্যবধানে হারে টাইগাররা। তাই সুপার লিগের পয়েন্ট টেবিলে ষষ্ঠস্থানে রয়েছে বাংলাদেশ।
ডোমিঙ্গো বলেন, ‘আমাদের ব্যাটিং লাইন আপ কি হতে চলেছে‘বিশ্বকাপের ছয় মাস আগে তা জানতে হবে আমাদের। এই সিরিজগুলো জয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগামী দু’বছরের মধ্যে আপনার ব্যাটিং লাইন আপ কেমন হবে তা চূড়ান্ত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সেরা দল বলে যা মনে করি তা খেলতে আমাদের স্মার্ট হতে হবে। তবে নতুন খেলোয়াড়রা কিভাবে যায় তা দেখার জন্য আমাদের সুযোগ খুঁজে নিতে হবে। মহামারীতে আপনাকে একটি বড় স্কোয়াড় রাখতে হচ্ছে, এতে অনুশীলন ও ওয়ার্ম-আপে ছেলেদের দিকে নজর দেয়া যায়। দলের সাথে অলরাউন্ডারদের নিয়ে যাবার একটা উদ্দেশ্য রয়েছে, আমরা নিশ্চিত করতে পারি যে বিশ্বকাপে আমাদের সেরা খেলোয়াড়রাই রয়েছে।’
ডোমিঙ্গো স্বীকার করেছেন, দু’দিকে ভারসাম্য রাখা কঠিন কাজ হবে। এক হচ্ছে, তরুনদের দলে রাখা এবং অন্যটি একই সময়ে সিরিজ জয়। তবে কিছু তরুণ খেলোয়াড় যাতে সাকিব-তামিম-মুশফিক দ্বারা উৎসাহি হয়, তা নিশ্চিত করতে হবে।
ডোমিঙ্গো বলেন, ‘ ভারসাম্য ধরে রাখাটা কঠিন । এই মুহুর্তে জয়ই খুব বেশি গুরুত্বপূর্ণ। তবে ভবিষ্যতের দিকেও আমাদের নজর রাখা উচিত।’
তিনি আরও বলেন, ‘ কখনও কখনও আপনার এটি সম্পর্কে সচেতন হওয়া দরকার এবং সব সময় অতীতকে কেন্দ্র করে নয়। পাশাপাশি আমাদেরও সামনের দিকে তাকাতে হবে। পয়েন্ট অর্জনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিরিজ। দলের উন্নয়নের জন্য এগিয়ে যাওয়াও সমান গুরুত্বপূর্ণ। হয়তো দুই বছরের মধ্যে, আমাদের সাকিব বা তামিম বা রিয়াদ বা মুশফিক থাকবে না। আমাদের নিশ্চিত করতে হবে যে আপনি এমন কিছু খেলোয়াড় তৈরি করতে পারেন যারা পরের ধাপে নিজেদের মেলে ধরতে পারে।’
বাসস/এএমটি/১৯০০/স্বব