বাসস ক্রীড়া-৯ : করোনা পজিটিভ খালেদ মাহমুদের

113

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-খালেদ
করোনা পজিটিভ খালেদ মাহমুদের
ঢাকা, ২২ মে ২০২১ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ। বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তৈরি হওয়া জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশের কথা ছিল মাহমুদের।
শ্রীলংকা সফর শেষে দেশে ফিরে আসার পর, দু’বার কোভিড-১৯ পরীক্ষা করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদ। দু’বারই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তবে অন্য দলের জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশের আগে করোনার নমুনা নেয়া হয় এবং তার কোনও লক্ষণ না থাকলেও রিপোর্ট পজিটিভ আসে। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
আজ আকরাম বলেন, ‘কোভিড-১৯ পজিটিভ হবার কারণে দলের সাথে নেই মাহমুদ। বাংলাদেশ জাতীয় দলের টিম লিডার ছিলেন তিনি। তবে সিরিজটি আমাদের দেশে হওয়ায়, কোন সমস্যা হবে না।’
বাসস/এএমটি/১৭৪০/স্বব