বাসস ক্রীড়া-৮ : আগামী ১২ জুলাই জাপান যাচ্ছেন আইওসি প্রধান বাখ

106

বাসস ক্রীড়া-৮
অলিম্পিক-টোকিও
আগামী ১২ জুলাই জাপান যাচ্ছেন আইওসি প্রধান বাখ
টোকিও, ২২ মে ২০২১ (বাসস) : টোকিও অলিম্পিক গেমস শুরু হবার মাত্র ১১ দিন আগে আগামী ১২ জুলাই জাপান পৌঁছাবেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রধান থমাস বাখ।
এ প্রসঙ্গে আইওসি সহ-সভাপতি ও টোকিও গেমসের আইওসির কোঅর্ডিনেশন কমিটির প্রধান জন কোটস আইওসির অফিসিয়াল ওয়েবসাইটে বলেছেন, ‘আগামী ১৫ জুন কোর্ডিনেশন কমিটির সভায় গেমসের পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। এরপর ১২ জুলাই সভাপতি বাখ জাপানে আসলে গেমসের পুরো প্রস্তুতি সভা আয়োজন করা হবে।’
কোটস আরো একবার বাখের পক্ষ থেকে টোকিও ২০২০ আয়োজক কমিটির প্রধান সেইকো হাশিমোতো, টোকিও গর্ভন ইউরিকো কোইকে ও জাপানীজ অলিম্পিক মন্ত্রী তামায়ো মারুকাওয়াকে এক বছরের জন্য বাতিল হয়ে যাওয়া গেমসের সুষ্ঠ ও নিরাপদ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।
গত ১৭ মে বাখের জাপান সফরের কথা থাকলেও করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় তা বাতিল হরা হয়।
বাসস/নীহা/১৭৩৫/স্বব