বার্সেলোনার বস হিসেবে আরো কিছুদিন থাকতে চান কোম্যান

171

মাদ্রিদ, ২২ মে, ২০২১ (বাসস) : আগামী মৌসুমেও বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব পালন করতে চান রোনাল্ড কোম্যান। যদিও একইসাথে তিনি স্বীকার করেছেন তার ভাগ্য সম্পূর্ণভাবেই ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার উপর নির্ভর করছে।
কাতালান গণমাধ্যমের মৌসুমের শেষ প্রান্তে এসে কোপা ডেল রে’র শিরোপার পাশাপাশি ক্লাবকে প্রায় এক বছর ধরে অনেক কঠিন সময়ের মধ্য দিয়েও সামনে এগিয়ে নিয়ে যাবার কারনে আপাতত ডাচ এই ম্যানেজারকে হয়তবা ক্যাম্প ন্যু থেকে ছাটাই করা হবে না। এক সংবাদ সম্মেলনে গতকাল কোম্যান বলেছেন, ‘আমি এখনো সভাপতি সাথে এ বিষয়ে কোন কথা বলিনি। মৌসুমের শেষে এনিয়ে কথা হবার সম্ভাবনা রয়েছে। এটা হয়তবা আগামীকালই হতে পারে। আমি শুধুমাত্র তাকে বলেছি আমি কাজ চালিয়ে যেতে চাই। কিন্তু সবকিছুর পরেও সভাপতিই সব নির্ধারণ করবেন।’
কোম্যান স্বীকার করেছেন বার্সেলোনার সাম্প্রতিক ফলাফল তার ভবিষ্যতকে ‘শঙ্কায়’ ফেলেছে। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি সবসময়ই সরাসরি কথা বলতে পছন্দ করি। এই মৌসুমে দীর্ঘদিন ধরে আমি ক্লাবের একমাত্র মুখপাত্র ছিলাম। আমাদের মধ্যে আরো বেশী যোগাযোগ হওয়া উচিত ছিল। খেলোয়াড় ও কোচের প্রতি ক্লাবের পক্ষ থেকে আরো বেশী শ্রদ্ধা আমি আশা করেছিলাম। আমি বুঝি এটা খেলোয়াড়দের উপর কতটা প্রভাব ফেলে। কারন তারা কখনই ক্লাবের পক্ষ থেকে এ ধরনের আচরণ আশা করেনা।
আমরা শেষ পর্যন্ত ক্লাবকে একটি শিরোপা উপহার দিয়েছি। লিগেও শেষ দুই ম্যাচের আগ পর্যন্ত আমরা শিরোপা লড়াইয়ে ছিলাম। যদিও এবারের লিগে বেশ কিছু ম্যাচে আমরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারিনি। কিন্তু সব মিলিয়ে যে ধরনের কঠিন সময় আমরা মাঠ ও মাঠের বাইরে পার করেছি তারপরেও খুব একটা বাজে মৌসুম আমরা কাটাইনি। আমি মনে করিনা বার্সেলোনার এ পর্যন্ত সব কোচের মধ্যে আমি সেরা। তবে আমি মনে করি ক্লাবকে এগিয়ে নিয়ে যাবার ক্ষমতা আমার মধ্যে রয়েছে।’