দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা বিবেচনা করবে ফিফা

156

জুরিখ, ২২ মে, ২০২১ (বাসস) : চার বছরের পরিবর্তে প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা যাচাই করে দেখবে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। এটা পুরুষ ও নারী উভয় বিভাগের জন্যই প্রযোজ্য হবে বলে ফিফা সূত্রমতে জানা গেছে।
ফিফার বার্ষিক কংগ্রেসে সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ) প্রথম এই প্রস্তাব উত্থাপন করে বলে গোলডটকম সূত্র নিশ্চিত করেছে। পরবর্তীতে ফিফাও বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়। তারই প্রেক্ষিতে পুরো বিষয়টি যাচাই ও পর্যবেক্ষনের জন্য ফিফার পক্ষ থেকে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। বিশ্বকাপের পরবর্তী আসর আগামী বছর কাতারে এবং নারী বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে ২০২৩ সালে অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে এসএএফএফ সভাপতি ইয়াসির আল-মিসেহালের বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, ‘আমরা বিশ্বাস করি ফুটবলের ভবিষ্যত একটি সঙ্কটময় মূহূর্তে এসে উপস্থিত হয়েছে। বর্তমান মহমারীতে আরো অনেক ইস্যুতে ফুটবলকে অনেক কঠিন সময় পার করতে হবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো বিশ্বব্যপী এই ফুটবলের কাঠামো ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দেখা। দেশগুলোর আর্থিক ক্ষতির সাথে সার্বিকভাবে ফুটবলের উন্নয়নের কথা বিবেচনা করে চার বছরের চিরায়ত নিয়ম থেকে বেরিয়ে আসা যায় কিনা সেটাই ভেবে দেখার সময় এসেছে। একইসাথে প্রতিটি দেশের মধ্যে আরো বেশী করে প্রতিযোগীতামূলক ম্যাচ আয়োজনে কার্যত তা ফুটবলের উন্নয়নেই সহযোগিতা করবে। আরো বেশী প্রতিভাবান খেলোয়াড়ও বেরিয়ে আসবে।’
এদিকে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন এই বিষয়ে এখনই তারা কোন তাড়াহুড়া করতে চায়না। ইনফান্তিনো বলেন, ‘আমরা উন্মুক্ত মানসিকতা নিয়েই এ ব্যপারে সমীক্ষা চালাতে চাই। কিন্তু এ বিষয়ে কোন ধরনের বিতর্কের মধ্যে আমরা পড়তে চাইনা। আমরা জানি বিশ্বকাপের মূল্য কি। আমি এই ধরনের সিদ্ধান্ত আরো বড় পরিসরে যাচাই করতে চাই, এর মধ্যে অবশ্যই আন্তর্জাতিক ক্যালেন্ডারও জড়িত। সারা বছর জুড়ে বাছাইপর্বের ম্যাচগুলো কি প্রকৃত অর্থেই আমাদের কোন কাজে আসছে, যেখানে সমর্থকরা আরো বেশী অর্থবহ ম্যাচের প্রতি আগ্রহী হচ্ছে। এসব বিষয়ই পর্যালোচনার করার সময় এসেছে। কিন্তু সব কিছুর পরেও আমরা ফুটবলের সার্বিক উন্নতির বিষয়টি সর্বাগ্রে মাথায় রাখবো, এখানে বানিজ্যিক দিক আসবে পরে।’