বাসস দেশ-২৫ : রাজধানীতে এক জঙ্গি সদস্য গ্রেফতার, উগ্রবাদী বই জব্দ

331

বাসস দেশ-২৫
র‌্যাব-গ্রেফতার
রাজধানীতে এক জঙ্গি সদস্য গ্রেফতার, উগ্রবাদী বই জব্দ
ঢাকা, ৩০ আগস্ট ২০১৮ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাস কাউন্টারের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদ্বীন বংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃত ওই জঙ্গি সদস্যের নাম মো. আবদুর রাজ্জাক। পিতা মো. আলী হোসেন, বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বলে জানাগেছে। এসময় তার কাছ থেকে উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, প্রচারপত্র ও অস্ত্র প্রশিক্ষণ ম্যানুয়াল উদ্ধার করেছে র‌্যাব।
র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী থানার মাওয়া অভিমুখে ইলিশ বাস কাউন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১০।
র‌্যাব-১০এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান বাসসকে বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃত আবদুর রাজ্জাক লোকচক্ষুর অগোচরে চর এলাকায় ছাগলের ব্যবসা করতো।
অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, গ্রেফতারকৃত আসামী অপর সহযোগী সদস্যদের সহায়তায় পদ্মার দুর্গম চরে টার্কি মুরগী ও খামার ব্যবসার নামে জঙ্গীবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২০০৫/-এবিএইচ