ভ্যাকসিন সরবরাহে ধীরগতি ॥ করোনা সংকট থেকে বের হতে পারছেনা লাতিন আমেরিকা

200

মন্টিভিডিও, ২২ মে, ২০২১ (বাসস ডেস্ক) : করোনাভাইরাসে লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে ১০ লাখের বেশী মানুষের মৃত্যু হয়েছে এবং ভ্যাকসিন সরবরাহে ধীর গতির কারণে এই অঞ্চল মহামারি সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না।
এই অঞ্চলের সাও পাওলোতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ লাখ ১ হাজার ৪০০ লোকের মৃত্যু হয়েছে, যা বিশ্বে মোট মৃত্যুও ৩০ শতাংশ এবং এঅঞ্চলে ৩ কোটি ১৫ লাখ লোক করোনা আক্রান্ত হয়েছে।
করোনায় মৃতদের ৯০ শতাংশ এই অঞ্চলের মাত্র ৫ টি দেশের, এই দেশগুলোতে জনসংখ্যা গোটা অঞ্চলের ৭০ শতাংশ। এই দেশগুলো হলো, ব্রাজিল, মেস্কিকো,কলম্বিয়া,আর্জেন্টিনা এবং পেরু।
কয়েকদিন আগে ব্রাজিলের অবসর ভোগী ৮০ বছরের জাসিল ফারিয়াস এএফপিকে বলেন, “এখন পরিস্থিতি ভয়ংকর। আমরা আমাদের দেশের জন্য কিছুই করতে পারছিনা।”
যুক্তরাষ্ট্রের পর বিশ্বে করোনায় মৃত্যুর হিসাবে দ্বিতীয় এবং লাতিন আমেরিকায় মৃত্যু হারে সর্বোচচ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। এপ্রিলের প্রথমার্ধে মৃত্যুর সংখ্যা দৈনিক ৩ হাজার ছাড়িয়ে যাওয়ার বর্তমানে এক তৃতীয়াংশে নেমে এসেছে।