বাসস বিদেশ-৯ : ইসরাইল পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে : খামেনি

95

বাসস বিদেশ-৯
ইসরাইল -ফিলিস্তিন
ইসরাইল পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে : খামেনি
তেহরান, ২২ মে, ২০২১ (বাসস ডেস্ক) : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ফিলিস্তিনী সশস্ত্র গ্রুপগুলোর প্রতিরোধের মুখে ইসরাইল পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে।
ইসরাইল ও গাজার হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর শুক্রবার খামেনি এমন মন্তব্য করেন।
খামেনি তার সরকারি ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, আমি ফিলিস্তিনী যোদ্ধাদের এই বিজয় ও সম্মানের জন্য সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, অপরাধের ধারাবাহিকতা বন্ধ হয়েছে। ইসরাইল পরাজয় মানতে বাধ্য হয়েছে। ফিলিস্তিনের ঐক্যবদ্ধ শক্তির কাছে ইসরাইল শক্তিহীন।
উল্লেখ্য, ১১ দিন যুদ্ধ শেষে শুক্রবার ইসরাইল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হয়।
গত ১০ মে ইসরাইল ফিলিস্তিনে হামলা শুরু করে। এ হামলায় ৬৬ শিশুসহ ২৪৩ ফিলিস্তিনী নিহত হয়। এদের মধ্যে হামাস যোদ্ধারাও রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে এ কথা জানা যায়।
এদিকে ইসরাইল লক্ষ্য করে গাজা থেকে ছোঁড়া রকেট হামলায় ১২ ইসরাইলী প্রাণ হারিয়েছে। এদের মধ্যে একজন সৈন্যও রয়েছে।
খামেনি ইসরাইলী প্রধানমন্ত্রীসহ দেশটির সরকারের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছেন।
বাসস/জুনা/১৪২৫/জেহক