বাসস দেশ-১০ : ভোলায় সমূদ্রগামী ২টি ফিসিং বোট আটক

102

বাসস দেশ-১০
ভোলা-বোট-আটক
ভোলায় সমূদ্রগামী ২টি ফিসিং বোট আটক
ভোলা, ২২ মে, ২০২১ (বাসস) : জেলার উপজেলা সদরের মেঘনা নদী থেকে সমূদ্রগামী ২টি ফিসিং বোট আটক করেছে মৎস্য বিভাগ। শনিবার বেলা ১২ টায় মেঘনার তুলাতুলি এলাকা থেকে বিপুল পরিমান সামূদ্রিক মাছসহ বোট দুটি জব্দ করা হয়। এর মধ্য একটি বোট চিটাগং’র অন্যটি বরিশালের মেহেন্দীগঞ্জের।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন বাসস’কে জানান, সমূদ্রে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকার শেষে বোট দুটি চিটাগং ও মেহেন্দীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। মেঘনার তুলাতুলি এলাকা থেকে আমরা বোট দুটি আটক করি। বোটে থাকা জেলেরা সাগরে মাছ শিকারের কথা স্বীকার করেছে।
তিনি বলেন, এসময় বোটে ইলিশ, কোড়ালসহ বিপুল পরিমান সামূদ্রিক মাছ জব্দ করা হয়েছে। যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
উল্লেখ্য, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সমূদ্রে মাছের প্রজনন, উৎপাদন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য সব ধরনের মৎস্য শিকার নিষিদ্ধ করেছে সরকার।
বাসস/এনডি/এইচ এ এম/১৩৪০/নূসী