গাজায় মানবিক সহায়তা হিসেবে ৪.৫ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা জাতিসংঘের

232

জাতিসংঘ, ২২ মে, ২০২১ (বাসস ডেস্ক) : ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণার পর জাতিসংঘ গাজার জন্য অতিরিক্ত ৪.৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা ঘোষণা করেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক শুক্রবার এ কথা জানান।
তিনি বলেন, “দখলকৃত ফিলিস্তিন ভূখন্ডের জন্য এই সপ্তাহের শুরুর দিকে মানবিক সহায়তা হিসেবে জরুরি তহবিল সরবরাহের জন্য ১৪.৫ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণার পর জরুরি ত্রাণ সরবরাহ সমন্বয়ক শুক্রবার অতিরিক্ত আরো ৪.৫ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার কথা জানান।”
মে মাসের শুরুর দিকে জেরুজালেমে আল আকসা মসজিদের কাছে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ১০ মে থেকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে, ইসরায়েল গাজায় বিমান হামলা চালায় এবং গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়।
এই সংঘাতে প্রায় ২৫০ জন ফিলিস্তিনি শহীদ এবং ৭শ’ বেশী লোক আহত হয়। ইসরায়েলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ২১ মে দুপুর ২ টায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।