বাসস বিদেশ-৫ : বৃটেন থেকে আসা লোকদের কোয়ারেন্টাইনে থাকতে হবে : জার্মানি

117

বাসস বিদেশ-৫
ভাইরাস-জার্মান-বৃটেন
বৃটেন থেকে আসা লোকদের কোয়ারেন্টাইনে থাকতে হবে : জার্মানি
বার্লিন, ২২ মে, ২০২১ (বাসস ডেস্ক) : জার্মানিতে প্রথম ভারতীয় ধরণের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এর সংক্রমণ ঠেকাতে দেশটি বৃটেন থেকে আসা লোকদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ঘোষণা করেছে। রোগ নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত জার্মান এজেন্সি রবার্ট কোচ ইনস্টিটিউট শুক্রবার এ কথা জানায়।
ইনস্টিটিউট জানায়, রবিবার থেকে এ আদেশ কার্যকর হবে। যুক্তরাজ্য থেকে আগত সকলকে দু’সপ্তাহ কোয়ারেন্টাইন থাকতে হবে, অথবা করোনা টেস্টে নেগেটিভ এসেছে এমন রিপোর্ট দেখাতে হবে।
বাসস/এএফপি/এমএবি/১২১৫/জেহক