বাসস বিদেশ-৪ : চীনের দু’টি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত ॥ ২ জনের প্রাণহানি

109

বাসস বিদেশ-৪
চীন- ভূমিকম্প
চীনের দু’টি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত ॥ ২ জনের প্রাণহানি
বেইজিং, ২২ মে, ২০২১ (বাসস ডেস্ক) : চীনের উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে পরপর আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২ জনের প্রাণহানি হয়েছে।
শনিবার স্থানীয় কর্মকর্তা ও ভূকম্পনবিদরা এ খবর জানান।
সূত্র জানায়, জনপ্রিয় পর্যটন শহর দালির নিকটবর্তী ইউনানে শুক্রবার স্থানীয় সময় রাত ৯.৪৮ মিনিটে ৬.১ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এর পর আরো দ’ুবার ভূকম্পন অনুভূত হয়।
পার্বত্য ওই এলাকায় দ’ুজনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছে।
এর দুঘন্টা পরেই ১২শ’ কিলোমিটার দূরে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ঘনবসতি পূর্ণ কিংহাই প্রদেশে ৭.৩ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরো একবার ওই অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।
তবে প্রত্যন্ত ওই এলাকা থেকে তাক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
উভয় এলাকাতেই জরুরি সংস্থার সদস্য ও ত্রাণ পাঠানো হয়েছে।
ইউনানের প্রাদেশিক সরকার বলছে, ভূমিকম্পের আঘাতে কিছু ভবন ধসে পড়েছে। অন্য অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই এলাকা থেকে ২০ হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এখানে এক লাখেরও বেশি লোকের বসবাস।
দ্য চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) ট্ইুটারের মতো ওয়েবোতে জনগণকে ভবনগুলো থেকে দূরে থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।
কারণ হিসেবে বলা হয়েছে, বড় ভূমিকম্পের পরও একের পর এক ভূকম্পন অনুভূত হতে পারে।
উল্লেখ্য, চীনের পার্বত্যময় পশ্চিমাঞ্চল ও দক্ষিণপশ্চিমাঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ২০০৮ সালে ৭.৯ তীব্রতার ভূমিকম্পে ৮৭ হাজার লোক প্রাণ হারিয়েছে।
বাসস/জুনা/১২১০/জেহক