বাসস দেশ-১ : পিরোজপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ ও সংস্কারে ২৩ কোটি টাকা বরাদ্দ

126

বাসস দেশ-১
পিরোজপুর-২৩ কেটি টাকা
পিরোজপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ ও সংস্কারে ২৩ কোটি টাকা বরাদ্দ
পিরোজপুর, ২২ মে, ২০২১ (বাসস) : জেলায় চলতি অর্থ বছরের শেষ প্রান্তে এসে আবারও প্রায় ৩ কোটি টাকা টিআর প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেয়া হয়েছে। এ নিয়ে ২০২০-২০২১ অর্থ বছরে সরকারের দুূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার খাতে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে সর্বমোট বরাদ্দের অর্থের পরিমাণ দাড়াল ২৩ কোটি ২৬ লাখ ৯ হাজার ৮২২ টাকা।
চলতি বছরের প্রথম কিস্তির অর্থে গৃহিত প্রকল্প সমূহ ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং ২য় কিস্তির প্রকল্প বাস্তবায়ন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ৩য় কিস্তির অর্থের বরাদ্দও পাওয়া গেছে। চলতি মাসের ৩য় সপ্তাহে এসে ৪র্থ কিস্তিরও অর্থ বরাদ্দের চিঠি এসেছে। তবে এ বরাদ্দটি দেয়া হয়েছে শুধুমাত্র টিআর খাতে। এ খাতে জেলার ৩টি সংসদীয় আসনের প্রত্যেকটির অনুকূলে ৩০ লক্ষ টাকা করে ৯০ লক্ষ টাকা, একটি সংসদীয় আসনের সংসদ সদস্যের জন্য ১০ লক্ষ টাকা এবং জেলার ৭ উপজেলার প্রতিটির জন্য ২৩ লক্ষ ২৮ হাজার ৬৫০ টাকা করে ১ কোটি ৬৩ লক্ষ ৫৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পিরোজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোজাহারুল হক জানান, গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণে এ জেলার ৩টি সংসদীয় এলাকার প্রত্যেক সংসদ সদস্য, ১টি সংরক্ষিত আসন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং ৭টি উপজেলা পরিষদের অনুকূলে বিভাজন করে বিভিন্ন পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ এর অর্থ দিয়ে রাস্তা সংস্কার, গ্রামীণ সড়ক ও কালভার্টের রক্ষণা-বেক্ষণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়নসহ বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে। কাজের বিনিময়ে টাকা কাবিটা দিয়ে গ্রামীণ সড়কের মাটির কাজ, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট করে খেলার উপযোগী করে গড়ে তোলা, ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠ ভরাট, সড়কের ব্রীক সোলিং প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হচ্ছে। পিরোজপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম জানান, কাজের মান বজায় রেখে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। চলতি অর্থ বছরের মধ্যে এ প্রকল্পগুলোর কাজ শেষ হবে বলে জানা গেছে।

বাসস/এনডি/সংবাদদাতা/১১১০/নূসী