বাসস দেশ-৯ : কুমিল্লায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ৬৮টি ঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে

105

বাসস দেশ-৯
আশ্রয়ণ-প্রকল্প
কুমিল্লায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ৬৮টি ঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে
কুমিল্লা (দক্ষিণ), ২১ মে, ২০২১ (বাসস) মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার চান্দিনায় নির্মাণাধীন ৬৮টি ঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে।
আজ শুক্রবার দুপুর ১২ টায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীণ ঘরগুলো পরিদর্শন করেন কুমিল্লার চান্দিনার স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশ্রাফ।
এ বিষয়ে উপজেলা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বাসসকে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্বপ্ন ছিল দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় চান্দিনা উপজেলার নির্মাণাধীন ঘরগুলো চলতি মাসের ৩১ মে এর ভিতরে ভূমিহীনদের কাছে বুঝিয়ে দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ঘর পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন কুমার বকশি, চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাস, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম, চান্দিনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল জলিল, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪০০/কেজিএ