বাসস দেশ-৮ : ভোলায় অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে ৪টি ট্রলার আটক

111

বাসস দেশ-৮
ভোলা-ট্রলার-আটক
ভোলায় অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে ৪টি ট্রলার আটক
ভোলা, ২১ মে, ২০২১ (বাসস) : জেলার উপজেলা সদরে আজ লকডাউন ও ডেঞ্জার জোনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপারের দায়ে ৪টি ট্রলার আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
শুক্রবার বেলা ১১ টায় ইলিশা ফেরিঘাট এলাকার ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের মেঘনা নদী থেকে যাত্রী বোঝাই এসব নৌ-যান জব্দ করা হয়। এসময় এসব ট্রলারের চালকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বোটগুলোতে প্রায় ৩ শতাধিক যাত্রী ছিলো।
কোস্টগার্ডের পেটি অফিসার মো. শাহ আলম বাসসকে বলেন, চলমান লকডাউনে ট্রলারে যাত্রী পারাপার সম্পূর্ণ অবৈধ। এছাড়া মেঘনার ডেঞ্জার জোনে ট্রলার চলাও নিষিদ্ধ। তাই অবৈধভাবে ট্রলারে যাত্রী পারাপারের অভিযোগে ৪টি ট্রলার আটক করা হয়। পরে যাত্রীদের ঘাটে নামিয়ে দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বাসস/এনডি/এইচএএম/সংবাদদাতা/১৪০০/কেজিএ