বাসস বিদেশ-২ : আর্কটিক এলাকায় উষ্ণতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে

132

বাসস বিদেশ-২
আর্কটিক-উষ্ণত-বৃদ্ধি
আর্কটিক এলাকায় উষ্ণতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে
অসলো, ২০ মে, ২০২১ (বাসস): আর্কটিক অঞ্চল ১৯৭১ থেকে ২০১৯ সালের মধ্যে সার্বিকভাবে এই গ্রহের তুলনায় তিনগুণ বেশী উষ্ণ হয়েছে, যা পূর্বেও ধারণার চেয়ে বেশী। বৃহস্পতিবার এক বৈজ্ঞানিক প্রতিবেদনে এ কথা বলা হয়।
এক ডিগ্রির প্রতিটি ভগ্নাংশও একটি বড় পার্থক্য তৈরি করে : পৃথিবীর তাপমাত্রা যদি ১০ গুণ বৃদ্ধি পায় তাহলে শীতের সময় হিমায়িত হওয়ার আগে গ্রীষ্মে বরফ পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। তাপমাত্রা যদি ২ ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে সেটি প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রা ১.৫ ডিগ্রিতে ধরে রাখার লক্ষ্য ছাড়িয়ে যাবে।
এই উদ্বেগজনক তথ্য আর্কটিক মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (এপিএপি) এক প্রতিবেদনে প্রকাশ করেছে। যা এই সপ্তাহে রিকজাভিকের আর্কটিক কাউন্সিলের মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপিত তথ্যেও সঙ্গে মিলে যায়।
বাসস/এএফপি/অনু-এমএবি/১২২০/-আসাচৌ