বাসস দেশ-৩ : কুমিল্লার চান্দিনায় কর্মহীন ১৫ হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

114

বাসস দেশ-৩
ত্রাণ-বিতরণ
কুমিল্লার চান্দিনায় কর্মহীন ১৫ হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
কুমিল্লা (দক্ষিণ), ২১ মে, ২০২১ (বাসস) : প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলার চান্দিনায় করোনাকালীন কর্মহীন ১৫ হাজার অসহায় গরীব মানুষের মধ্যে আজ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার ১৩ টি ইউনিয়নের অসহায় গরীব মানুষের মধ্যে আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই সময় করোনার জন্য প্রত্যেকের হাতে মাক্স ও সাবান দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া প্রমুখ।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম বাসসকে বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার ১৩ টি ইউনিয়নে করোনাকালীন কর্মহীন ১৫ হাজার অসহায় গরীব মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১১২০/কেজিএ