বাসস দেশ-৩২ : বাঁশখালীতে হতাহত শ্রমিক পরিবারের মাঝে চেক বিতরণ

142

বাসস দেশ-৩২
চট্টগ্রাম-চেক বিতরণ
বাঁশখালীতে হতাহত শ্রমিক পরিবারের মাঝে চেক বিতরণ
চট্টগ্রাম, ২০ মে, ২০২১ (বাসস) : চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন এস এস পাওয়ার প্ল্যান্টে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা ও আহত শ্রমিকদের পরিবারকে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মমিনুর রহমান, উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. জাকারিয়া, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী প্রমুখ।
বাসস/জিই/কেএস/১৯৫৫/এএএ