সিলেট বিভাগে একদিনে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ৭২ জন

184

সিলেট, ২০ মে, ২০২১ (বাসস) : সিলেট বিভাগে গত একদিনে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ জন, এবং নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষরক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিলেট বিভাগে গত একদিনে করোনায় নতুন করে সংক্রমিত ৭২ জনের মধ্যে সিলেট জেলার ৫৫, সুনামগঞ্জের ৭, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজার জেলার ৯ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৭৪৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ১২২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৭৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫০ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৪০২ জন রয়েছেন।
এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন, এরমধ্যে সিলেট জেলার ২৯, হবিগঞ্জের ৮ ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হযেছেন ২০ হাজার ৫৪০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৬১২, সুনামগঞ্জের ২ হাজার ৬৯৪, হবিগঞ্জের ১ হাজার ৯৬৩ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ২৭১জন রয়েছেন।
গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে মোট মৃত সংখ্যা ৩৮৪ জনে দাড়িয়েছে, এরমধ্যে সিলেট জেলার ৩০৮,সুনামগঞ্জের ২৯,হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ২৯ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র ১১ জন, এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে সিলেট জেলায় ১৬৫, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জে ৫ জন রয়েছেন। অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে ৫৬ জনকে নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টিনে আছেন ২১১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৭৪ ও মৌলভীবাজার জেলায় ৩৭ জন রয়েছেন।