বাসস ক্রীড়া-১৫ : বাংলাদেশের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই : ইসুরু উদানা

105

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-শ্রীলংকা-পরিকল্পনা
বাংলাদেশের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই : ইসুরু উদানা
ঢাকা, ২০ মে ২০২১ (বাসস/এএফপি) : বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে অনেকটাই নির্ভার সফরকারী শ্রীলংকা ক্রিকেট দল । তারুণ্য নির্ভর দলটি মনে করে টাইগারদের বিপক্ষে তাদের হারানোর কিছুই নেই।
লংকান অল রাউন্ডার ইসুরু উদানার মতে পুর্ন শক্তির একটি দলের মোকাবেলা করতে গিয়ে বাড়তি চাপের বোঝা মাথায় নিতে চাননা তারা। কারণ নিজেদের মাঠে ওয়ানডে ফর্মেটে বাংলাদেশ খুবই বিপজ্জনক। স্বাগতিক দলকে অদম্য বলে উল্লেখ করলেও উদানার বিশ^াস ‘তাদের হারানোর কিছু না থাকলেও’ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লংকান দল।
আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় লংকান অল রাউন্ডার বলেন,‘ সত্যিকার অর্থে বাংলাদেশ দলে বেশ কয়েকজন সুপারস্টার রয়েছে। অপরদিকে আমাদের দলটি তারুণ্য নির্ভর। তাই আমাদের হারানোর কিছু নেই। আমি মনে করি আমরা এখানে এসেছি তাদের হারানোর লক্ষ্য নিয়ে। তাদের হারানোর জন্য আমরা নিজেদের সেরাটা দেবার চেস্টা করব। কারন নিজেদের মাটিতে বাংলাদেশ খুবই বিপজ্জনক। আমরা এটা বেশ ভাল ভাবেই জানি।’
তারকা ও সিনিয়র খেলোয়াড় বিহীন লংকান দলে উদানাই হচ্ছে সবচেয়ে অভিজ্ঞদের একজন। তাই নিজেকে বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি। স্কোয়াডে সিনিয়র খেলোয়াড়দের বাদ রাখার কারণ প্রসঙ্গে লংকান অল রাউন্ডার বলেন,‘ সত্যিকার অর্থে নির্বাচনের বিষয়ে আমাদের কারো কোন হাত নেই। আমরা এখানে এসেছি নিজেদের সেরাটা দেয়ার জন্য। আমার মনে হয় এখানে আমাদের বেশ কিছু দায়িত্ব পালন করতে হবে। কারণ আমি একজন অভিজ্ঞ বোলার। তবে নিজের দিনে একজন তরুণ খেলোয়াড়ও আমার চেয়ে বেশী কিছু করতে পারে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।’
উদানা বাংলাদেশে নিয়মিত সফর করে থাকেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন ফ্য্রাঞ্চাইজিতে খেলেন তিনি। সম্প্রতি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ডাক পাওয়ায় বেড়ে গেছে তার কদর।
উদানা বলেন,‘ তিন চার বছর ধরে আমি বিপিএলে খেলছি। সুতরাং এখানকার কন্ডিশনের বিষেেয় আমার অভিজ্ঞতা আছে। স্বাগতিকদের হারানোর জন্য আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলব। এটিই হচ্ছে আমাদের পরিকল্পনা।
আসলে নিজের জন্যও এটি আমার দারুন এক অভিজ্ঞতা। এবারই আমি প্রথম আইপিএলে যোগ দিয়েছি। আমার মনে হয় এটি হচ্ছে বিশে^র সেরা একটি লিগ। এটি আমাকে অনেক সহায়তা করছে বলেও আমি মনে করি।’
বাসস/এসএমপি/এমএইচসি/১৯২০/স্বব