বাসস ক্রীড়া-১৬ : অনুশীলন ম্যাচে উজ্জল বাংলাদেশের ব্যাটসম্যানরা

107

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-অনুশীলন ম্যাচ
অনুশীলন ম্যাচে উজ্জল বাংলাদেশের ব্যাটসম্যানরা
ঢাকা, ২০ মে ২০২১ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে বিকেএসপিতে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
ম্যাচটি বিসিবি লাল ও সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। লাল দলের অধিনায়ক তামিম ইকবাল, আর সবুজ দলের নেতৃত্বে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
তামিমের নেতৃত্বাধীন লাল দল পাঁচ উইকেটে জয় পায়। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম।
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের ফর্ম অনুশীলন ম্যাচে দেখিয়েছেন তামিম। মাত্র ৫৮ বলে ৮০ রান করেন তিনি। তার ইনিংসে সাতটি চার ও চারটি ছক্কা ছিলো। ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুশফিকুর রহিমও। ৫৫ বলে অপরাজিত ৬৪ রান করেন তিনি। ৬টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
প্রথমে ব্যাট করে বিসিবি সবুজ দল ৪৫ ওভারে ৩ উইকেটে ২৮৪ রান করে। জবাবে তামিম-মুশফিকের ব্যাটিংএ ৪১ ওভারে ৫ উইকেটে ২৮৮ রান করে ম্যাচ জিতে লাল দল।
বিসিবি সবুজ দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আফিফ হোসেন। আফিফ ৬৪ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৬২ রান করেন। ওপেনার হিসেবে সৌম্য সরকার ৬০ রান করেন। তিন নম্বরে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ২০ বলে ২৮ রান করেন তিনি।
ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করলেও, বোলাররা ছিলেন নিষ্প্রভ।
আগামীকাল নিজেদের মধ্যে এই ভেন্যুতেই অনুশীলন ম্যাচ খেলবে সফরকারী শ্রীলংকা।
বাসস/এএমটি/১৯২০/স্বব