শ্রীলংকার বিপক্ষে সিরিজে ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ : নান্নু

208

ঢাকা, ২০ মে ২০২১ (বাসস) : সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থতার পর শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানালেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো একটি রেকর্ড করা ভিডিও বার্তায় প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘আমরা সব সময় ঘরের মাঠের সিরিজে ভাল ক্রিকেট খেলি এবং আমি আশা করি আমরা এই ধারাটি বজায় রাখথে সক্ষম হবো।’
শ্রীলংকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণার পর এমন মন্তব্য করেন নান্নু।
তিনি বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে ভাল করতে পারিনি। তবে আমরা ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে খেলবো, তাই খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। আমরাও আত্মবিশ্বাসী।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ খেলা ওয়ানডে সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আনেনি মিনহাজুলের নেতৃত্বাধীন নির্বাচন প্যানেল। যেহেতু কোভিড-১৯ এর কারনে বিদেশের সফর ছিলো এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচ ছিলো তাই বাংলাদেশের স্কোয়াডটি বড় ছিলো।
তবে নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, আল-আমিন হোসেনের কিছু খেলোয়াড়কে বাদ দিয়েছেন নির্বাচকরা। নাইম শেখের মতো খেলোয়াড় স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন। তবে গুরুত্বপূর্ণ হলো, সাকিব আল হাসন দলে ফিরেছেন। তৃতীয়বারের মত স্ত্রী সন্তান সম্ভবা থাকায় নিউজিল্যান্ড সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সাকিব।
তিনি বলেন, ‘আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুন খেলেছি এবং ৩-০ ব্যবধানে জিতেছিলাম। আমরা সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চাই এবং তাই খুব বেশি পরিবর্তন করিনি। প্রত্যেকেই দলে আছেন এবং আমি আশা করি, শ্রীলংকার বিপক্ষে ভাল খেলবো।’
তিনি আরও বলেন, ‘সাকিবের মতো খেলোয়াড় ফেরায় দল ভারসাম্যপুর্ন হয়েছে। তারা অনুশীলন ম্যাচ খেলেছে। যদি সকলে আত্মবিশ্বাসী থাকে তবে আমি মনে করি সিরিজটি আমাদের জন্য ভালো হবে। আমরা একটি ভাল সিরিজ আশা করি।’
বাংলাদেশের সাবেক অধিনায়ক নান্নু জানান, কোভিড-১৯ মহামারীর কারণে সিরিজে চারজন স্ট্যান্ডবাই খেলোয়াড় রেখেছেন তারা।
তিনি বলেন, ‘আমরা সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছি এবং সেখানে চারজন খেলোয়াড় স্টান্ডবাই রয়েছে। তারা হলেন- নাইম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম এবং আমিনুল ইসলাম বিপ্লব। যেহেতু আমরা কোভিড-১৯ এর সময় সিরিজটি খেলছি তাই জরুরী পরিস্থিতিতে যেকোনও খেলোয়াড়কে ব্যবহার করা যেতে পারে। এই চারজন খেলোয়াড়ই দলের সাথে জৈব সুরক্ষা বলয়ে থাকবে।’