বাসস দেশ-১৮ : চট্টগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : চালক গ্রেফতার

182

বাসস দেশ-১৮
সড়ক দুর্ঘটনা-নিহত
চট্টগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : চালক গ্রেফতার
চট্টগ্রাম, ৩০ আগস্ট ২০১৮ (বাসস) : চট্টগ্রামের পুরাতন বাকলিয়া থানার সামনে আজ অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশা চালক জামাল (৪০) ও আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারী। আহতরা হলেন, নাসির উদ্দিন (৪০), গোলজার বেগম (৩০) ও মালেকা বেগম (৩০)।তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাস চালককে গ্রেফতার করা হয়েছে।
চমেক হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, চট্ট্রগ্রামের বহদ্দারহাটমুখী সিএনজি চালিত অটোরিকশা ও নতুনব্রিজমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচ জনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী জানান, আনোয়ারা রুটের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক ইয়াসিনকে (২২) গ্রেফতার করা হয়েছে।
বাসস/ডিবি/এমএমবি/১৮৫৪/এবিএইচ