বাসস বিদেশ-৪ : ভারতে নতুন ঝড়ের সতর্কতা

125

বাসস বিদেশ-৪
ভারত- আবহাওয়া -সতর্কতা
ভারতে নতুন ঝড়ের সতর্কতা
আহমেদাবাদ (ভারত), ২০ মে, ২০২১ (বাসস ডেস্ক) : ভারতের পূর্ব উপকূলের বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট বড় ধরনের ঝড়ের বিষয়ে বৃহস্পতিবার সতর্ক করা হয়েছে। এর মাত্র কয়েকদিন আগে ভয়াবহ ঘূর্ণিঝড় তকতের আঘাতে অন্তত ১১০ জন প্রাণ হারিয়েছে দেশটিতে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারনে আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠায় সাগরের পানি উষ্ণ হচ্ছে। এর ফলে এ অঞ্চলে ঘন ঘন ও তীব্র ধরনের ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে।
গত সোমবার ভারতের পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় তকতে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গুজরাটে আঘাত হানার আগে বাতাসে ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ছিল ১৮৫ কিলোমিটার।
এদিকে সর্বশেষ সতর্কতায় দেশটির আবহাওয়া দপ্তর বলছে, ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে শনিবার নি¤œচাপের সৃষ্টি হতে পারে। এটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে ঝড়ে রূপ নিয়ে ২৬ মে’র দিকে পশ্চিম বঙ্গ ও উড়িশ্যা রাজ্যের ওপর দিয়ে বয়ে যেতে পারে।
বাসস/জুনা/১৩৫৫/জেহক